অবক্ষয়আভা সরকার মণ্ডল
ভেবেছিস আইন কুক্ষিগত তোর --
একদিন ঠিক ঘুরেই যাবে দিক
সম্মিলিত হয়ে হাজার জন
বলবে তোকেই-- 'পিশাচ',দেবে 'ধিক' !
কেড়ে নিয়ে তোর দু-চোখের ঘুম
রেখে যাবে দোদুল্যমান ভয়
সে ভয়ে তোর কুঁকড়ে উঠবে বুক
মারবে তোকে, তোরই অবক্ষয় !
সে দিন জানিস নেই রে বেশি দূর
কান পেতে তুই কড়া নাড়া শোন
দিনের বদল চেয়ে বেঁধে জোট
রাত দখলে নেমেছে মা-বোন !
একটাও নয় 'তিলোত্তমা' আর
দোষীরা সব কঠিন সাজা পাক
করছে আড়াল যারা অপরাধ
সমূলে সব তাঁরাও নিপাত যাক ।
1 মন্তব্যসমূহ
খুব সুন্দর সময়োপযোগী কবিতা।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন