সুশান্ত কুমার রায়

সুশান্ত কুমার রায়
 সার্থক জনম

সার্থক জনম মাগো আমার
জন্মেছি এই দেশে,
হয়েছি বড়- তোমার কোলে মাগো
ধূলো-কাঁদামাটি মেখে।

হাজারো মায়ার বাঁধনে
বেঁধে রেখেছো- তুমি যে মাগো,
শত জনম ধরে-
তোমার আঁচলে বাঁধা থাকি যেন- গো।

পাল তুলে হাল ধরে
গায় মাঝি গান,
কী! অপরূপ শোভা তোমার
ভরে যায় প্রাণ।

মাঠে-ঘাটে বাজে রাখালের বাঁশি
কৃষকের মুখে দেখি মধুর হাসি,
সাগরের ঢেউ আর নদীর কলতান
ফুলের হাসিতে চলে কোকিলের গান।

শরতের নীলাকাশে ছুটে চলে
সাদা মেঘের ভেলা,
বক আর পানকৌড়ির দল
নীড়ে ফিরে যে- সন্ধ্যাবেলা।

মাগো, ধন্য আমি- ধন্য মাগো
চেয়ে দেখি যতদূর,
এক জনমে মিটবে না আশা
এ যে সীমাহীন সমুদ্দূর।

কী যে বলি ?  মাগো
কী করে ভুলি যে তোমায় !
মরণের পরে, তোমার চরণ তলে
দিও মাগো- ঠাঁই আমায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* মন্তব্য করতে পেজটি রিফ্রেশ করুন .