একটা সময় মানুষ ছিলো- মানুষই নাকি দেবতা
ইজ্জত ছিলো মা বোনের, লজ্জা ছিলো ঘোমটা
অসময়ে সময় গিলে, কালের গর্ভে এখন ছাই
লোকে লোকারণ্য - দেখি কাছে মানুষ তো নাই।
ভয়ভীতি ছিলো সব নিয়মের, শাসন ছিলো কড়া
মানুষে মানুষে শ্রদ্ধা ছিলো সবার, প্রেম-পুণ্যে ভরা।
জানোয়ার হতে বাকী নেই, আমাদের একটুও খানি
জ্বলে পুড়ে ছারখার, কাঁদে নিভৃতে বিবেকের বাণী।
মারামারি হাতাহাতি আর যতসব দেখি বড় দ্বন্দ্বের
ভালোবাসা-ন্যায়নীতি, বেঁচে থাকাটাও শুধু মন্দের।
ভালো কথাটিও আজ ভালো নেই, কর্মে কর্মে ভ্রান্তি
দুঃখে বোবাকান্নায় ঢুকড়ে মরি এই হলো এখন শান্তি।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন