পিন্টু ঘোষ / চপ্পল

চপ্পল
পিন্টু ঘোষ   


বাইরে থেকে যেমন দেখতে লাগে —

শ্বেত-শুভ্র শাড়ি
একজন নারী
একজোড়া ফুল
একজোড়া চপ্পল

এরথেকে একটু ভিতরে—
তোলাবাজ
গুন্ডারাজ
চাকরি চুরি
ইজ্জত লুঠ

আর একটু ভিতরে—
ছেলেটি নিখোঁজ, মেয়েটি ফেরেনি ঘর
সন্দেশখালি
বীরভূম
পার্ক স্ট্রিট
কামদুনি
হাঁসখালি
আর. জি. কর

আরও ভিতরে মৌচাকে আগুন
ধোঁয়া লুকোতে রাণী ও পিঙ্গলবর্ণ মুনির তৎপরতা
এবং ইত্যাদি ইত্যাদি

এভাবেই নাটকখানা এগোচ্ছে
আর মাতৃদুগ্ধের বিকল্পরূপে
অতন্দ্র প্রহরী খাচ্ছে চপ্পলের সুপ

এবার ইন্টারভ্যাল হবে
এবার চটি জোড়া খুলে রাখ
এবার চটি জোড়া তুলে রাখ

হাফটাইমের পর নাটকখানা অন্য মোড় নিলে
রাণী ও মুনির গালে ছুঁড়ে দাও আধ-খাওয়া চপ্পল

বন্ধুগণ, চপ্পলের সঠিক ব্যবহার শেখো ... 

পিন্টু ঘোষ  / চপ্পল


পিন্টু ঘোষ / চপ্পল পিন্টু ঘোষ  / চপ্পল Reviewed by শব্দের মিছিল on আগস্ট ২৪, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.