আভা সরকার মণ্ডল / শক্তিরূপেণ সংস্থিতা



শক্তিরূপেণ সংস্থিতা

আভা সরকার মণ্ডল


আবার, আবার, আবারও ....
নোংরা হাত ছুঁয়ে যায় উপত্যকা
দুর্গন্ধযুক্ত নর্দমার কীড়া সমূহের উল্লাস
হিংস্র রূপে প্রকট হয়।

ভয়াবহতার নিরিখে, বারে বারেই
পূর্বতনের অপরাধ ছাপিয়ে আরও ক্রর হয় বর্তমান
উপর্যুপরি, দুর্বিসহ নিপীড়নের অভিমুখ
দুমড়ে-মুচড়ে বিপর্যস্ত করে তোলে অন্তঃস্থল --

অস্থির সময়ের চাপে অতিষ্ঠ দেবতারা
আদ্যাশক্তির দ্বারস্থ হন
তাঁর দশহাতে গুঁজে দেন অস্ত্রের ভান্ডার !

তখনই -- দু-চোখের জল,
গাল বেয়ে গড়িয়ে যাওয়ার ঠিকাদারি নিতে
অস্বীকার করে---
মুখে এসে ভিড় করে কঠিন রেখা সমূহ --
প্রতিটি রেখায় প্রত্যয়ের দৃঢ়তা নিয়ে জমা পড়ে
যাবতীয় জেদ!
'তিলোত্তমা তোমাকে মরতে দেব না আর'-- অঙ্গীকারে
দখল হয় রাতের নির্জনতা--দিনের কোলাহল
মহা প্রলয়ের হুঙ্কারে জেগে ওঠে মাতৃশক্তি !

মহা জাগরণে উদ্বুদ্ধ শারদ আকাশ
বাজিয়ে দেয় আগমনী বার্তা ----

"ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা
নমঃ তস্যৈ, নমঃ তস্যৈ, নমঃ তস্যৈ নমো নমঃ।



একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

  1. রাত দখল প্রতীক মাত্র। দশভূজা নয়। একজন সাধারণ নারী হয়েই ধরতে হবে অস্ত্র। হয়ে উঠতে হবে অসাধারণ।বার্তা দিতে নর্দমার কীটদের, " আমায় যদি মরতেও হয় নারী শরীর রাখার অপরাধে! তবে তোদেরও বাঁচার অধিকার নেই এই পৃথিবীতে।" ঘৃণ্য প্রাণীর রক্তের বন্যা বইয়ে দিতে হবে হে নারী নইলে মুক্তি নেই ।
    সুদেব কুমার রায়

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সত্যি বলেছেন দাদা।বড় দুঃসময়। অনেক ধন্যবাদ আপনাকে।

      মুছুন
  2. সুন্দর অভিনন্দন যোগ্য ।ভালো থাকুন

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন