আভা সরকার মণ্ডল / অত্যাচারীর ত্রাস


অত্যাচারীর ত্রাস
আভা সরকার মণ্ডল


মৃত্যুর পথ দেখিয়েছে যারা
সবটা করেও গ্ৰাস
জেনে রেখো হব শিকল ছিঁড়ে সে
অত্যাচারীর ত্রাস !

জুলুমবাজেরা সাবধান হও
পার পাবে না তো রোজ
একদিন ঠিক হয়ে যাবে তুমি
চিল শকুনের-ই ভোজ ।

মাতৃশক্তি ক্ষেপে গেলে হবে
প্রকৃতিও প্রতিকুল
চাইলেও ক্ষমা দুরাচারী তুমি
পাবে না তা একচুল।

দেয় না যে ছাড় কাউকে সময়ও
সূক্ষ্ম বিচার তার
যত দূরে যাও সম্মুখে খোলা
পাবে নরকেরই দ্বার!


আভা সরকার মণ্ডল / অত্যাচারীর ত্রাস
আভা সরকার মণ্ডল 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ