শর্মিষ্ঠা ঘোষ / পোস্টার
এক একটা ছবি কোন কোন দিন
এভাবেই পোস্টার হয়ে ওঠে।
হায় রাষ্ট্র! হায় দম্ভ ক্ষমতার!
গুলি কর প্রসারিত বুকে
নিরস্ত্রকে স্যাডিস্ট প্লেজারে!
মতের অমিল হয় , কথা হোক,
কথা যদি বার বার হয়
কেউ তো নরম হবে
দেখা যদি হয় মুখোমুখি
কেউ তো শুনবে সেই কথা।
মতে মত মিলতে না পারে ;
হাতে যদি রাজদন্ড থাকে
দায় তার সে কথা শোনার।
তোমার অমিত বল, জানি,
সেই বল সংহত কর
চিরায়ত মানব কল্যাণে।
তুমি তো পোস্টার বয়!
তুমি সে মানব, তুমি আজ নামো
নামো পথে মুখোমুখি, আম জনতার।
নামো পথে মায়েদের সাথে
সন্তান বুকে ধরে কাঁদে যে জননী।
তুমি সে জননী। তুমি সেই ছেলে।
তুমিই সর্বস্ব জেনো রাষ্ট্র চালনে।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন