শাহবাগ আন্দোলন।নিরাপদ সড়কের জন্য আন্দোলন।তারপর এই কোটা আন্দোলন। ছোট্ট একটা দেশের ছাত্রসমাজ যেখানে অগ্রণী ভূমিকা নিয়েছে।
রাজনীতি এপার্ট। যুব ও তরুণ সম্প্রদায় যেটা অনুভব করেছে, ঠিক মনে করেছে, করছে। শিক্ষিত প্রজন্ম। কিছুই জানেনা বোঝেনা , অর্বাচীন বলে উড়িয়ে দেওয়া যাবে না। আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের সহযোগিতাও তারা পেয়েছে। যে কোন দেশেই চলতি হাওয়ার পন্থী না হলেই তাকে রাষ্ট্র ও গণতন্ত্র বিরোধী বলে দাগিয়ে দেওয়া হয়।এখানে ক্ষমতাশীন সরকার নিজেকে গণতন্ত্রের প্রতিভূ মনে করে। অথচ কোন রকম প্রশ্ন উত্থাপন করা মানেই বিরোধীতা করা মনে করে সে।এদিকে গণতন্ত্রের মূল শর্তই হল "গণ " এর মতামত গ্রাহ্য করতে হবে।সমষ্টি তথা বৃহতের মতামত শিরোধার্য।
কিন্তু শাসক চায় ভেড়ার পালের মত হবে "গণ" | কুকুর ধাওয়া দিয়ে সঙ্ঘবদ্ধ এবং নির্দিষ্ট পথে চালনা করে ভেড়াদের। মালিক কুকুর পোষে।সেটা তার দায়। রাষ্ট্র তেমনি প্রশাসনকে কাজে লাগায় ল এন্ড অর্ডার রক্ষা করতে, "গণ " কে নিরাপত্তা দিতে বা ন্যাচারাল কলামিটির সময় "গণ" কে উদ্ধার করতে ও নিরাপদে রাখতে , বহিঃশত্রুর আক্রমণ থেকে তাদের রক্ষা করতে।
কিন্তু প্রশাসনকে নিয়ন্ত্রণ করাও রাষ্ট্রের দায়। সে নিজেকে সর্বেসর্বা ভাবতে শুরু করলে এবং অমানবিক হয়ে উঠলে স্বাভাবিক ভাবেই আঙুল ওঠে রাষ্ট্রের দিকেই।
যে কোন অনমনীয়তা বা ভুল পদক্ষেপ জায়গা করে দেয় ভুল রাজনীতিকে। এই কথা যে কোন রাষ্ট্র ও সমাজের ক্ষেত্রে সত্য। এখন যে ইস্যুতে প্রতিবেশি দেশে ছাত্র বিক্ষোভ দানা বেঁধেছে তার পক্ষে বিপক্ষে বলতে গেলে এই কলামের আসল বক্তব্য চাপা পড়ে যাবে। আসলে আমাদের জনগণের বলার উল্টোদিকে রাষ্ট্রেরও সংবেদনশীল হয়ে শোনা দরকার। হতে পারে যা বলা হচ্ছে সবটা ঠিক নয়। কিন্তু কেন ভুল কোথায় ভুল সেটা বোঝানোও বড়দের কর্তব্য। বাচ্চাদের জেদ থাকে। মা কে হতে হয় ক্ষমাশীল, ধৈর্য্যশীল। আলোচনার টেবিলে বাচ্চাদের বসাতে হবে 'বাবা,বাছা' করে বুঝিয়ে সুঝিয়ে, আদর করে। গুরুত্ব দিয়ে শুনতে হবে তাদের বক্তব্য। তারাই তো ভবিষ্যতের চালক চালিকা একটি রাষ্ট্রের। তারাই তো পারে নিঃস্বার্থ ঝাঁপাতে সবার জন্য আগুপিছু না ভেবে। তাদের কথা উড়িয়ে দিলে চলবে কেন? সোহাগ না করে শুধু শাসনে তারা বশ মানবে কেন? ছাত্রসমাজ খুব সংবেদনশীল জায়গা। গোটা বিশ্ব তাকিয়ে থাকে তাদের দিকে । "আঠেরো বছর বয়স কি দুঃসহ! / স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি।" সে স্পর্ধাকে একটু তো মর্যাদা দিতেই হবে জনাব!
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন