কাজী জুবেরী মোস্তাক / শেষ কথা

শেষ কথা
কাজী জুবেরী মোস্তাক

এখানে নেতার কথাই শেষ কথা;
আইন এখন অন্ধ এবং নিরপরাধীরাই অপরাধী।

এখানে আজ বন্দুকের নলে শান্তি খোঁজা হয়;
কলম ধরলেই সরাসরি তুমি সন্ত্রাসবাদী।

অন্যায়ের বিরুদ্ধে গরীবদেরকে চুপ থাকতে হয়
এখন ন্যায়ের পক্ষে কথা বলা মানে সময় এবং জীবনের অপচয়।

ধনীদের সাথে গরীবের আবার বন্ধুত্ব হয় নাকি
ওদের শত্রুও কিন্তু একজন ভক্ষক।

দুর্নীতির বিরুদ্ধে এটা কেমন দুর্নীতিবিরোধী কর্মসূচি?
যেখানে দুর্নীতিবাজরাই অতিথির আসনে থাকে!



শব্দের মিছিল sobdermichil

কাজী জুবেরী মোস্তাক / শেষ কথা  কাজী জুবেরী মোস্তাক  /  শেষ কথা Reviewed by শব্দের মিছিল on মে ১৮, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.