শর্মিষ্ঠা ঘোষ | তিন টুকরো বিলাপ

শর্মিষ্ঠা ঘোষ | তিন টুকরো বিলাপ




তিন টুকরো বিলাপ
■ শর্মিষ্ঠা ঘোষ

১|

শান্তি চাই বলে দরজা বন্ধ করে ফেলেছি
তুমি কবে থেকে বাইরে দাঁড়ানো
জানি বলেই দরজা বন্ধ রাখার সাহস
কেউ নক্ না করলে বন্ধ করতেই পারতাম না

২|

জন্মমুহূর্তে, আসন্ন মৃত্যুতে চিৎকার করেছি
তোমাকে চাই তোমাকেই চাই বলেছি, 
লিখেছি স্বচ্ছন্দে
অভিমানে অনুরাগে বন্ধুত্বে ক্রোধে হাত পেতেছি, ধরেছি, মুঠো করেছি
চরম অপমানে কান্নায় হেঁচকির মত অস্পষ্ট আওয়াজ জানে মাকেই ডেকেছি, মা ভাষায় চেয়েছি প্রতিকার

৩|

বাই দ্য ওয়ে, ঘুমিয়ে পড়ছি না বলেই কাউন্টার করছি!
পোস্টমর্টেম করছি ছুঁড়ে দেওয়া প্রতিটি সন্দেহ
জল মাপছেন গুরু চুপচাপ যেন কত অনুতাপ
না না, চুপ কেন হবে বরং চুপ করিয়ে দেবেন অবাধ্যদের
জাল কেটে গোঁফ মুছে বসবেন বেড়ালটি মাছ পাহারায়
অনুগত পোকা ও মাকড় যুদ্ধ জিতে নেবে 
প্রতি যাত্রা
আছে খানাখন্দ কোটি কোটি অভিযোগ চোখ
দিকে দিকে ঢ‍্যারা পিটবে দিনান্তে রাজাই ভিখিরি
অতএব সাতখুন মাফ অতএব ধন‍্য পুণ‍্য দেশ



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* মন্তব্য করতে পেজটি রিফ্রেশ করুন .