কোথায় যেন একবার শুনেছিলাম
দুঃখ ফুরিয়ে গেলে কবিতা লেখা যায় না।
আমি চাই না আমি বাংলার নামজাদা কবি হই
দুঃখ ফুরিয়ে গেলে কবিতা লেখা যায় না।
আমি চাই না আমি বাংলার নামজাদা কবি হই
অথবা
বাধ্যতামূলকভাবে দুঃখী।
বরং
বাদাম পাহাড়ের চূড়ার কোনো কবি সন্মেলন থেকে ঝুরঝুর করে ঝরে পড়ুক আমার কবি জন্মের ইতিবৃত্ত
মাটির বুকে
নদীর বুকে
ভাষার বুকে
ধ্বসের মতো।
বরং
বরং
বাদাম পাহাড়ের চূড়ার কোনো কবি সন্মেলন থেকে ঝুরঝুর করে ঝরে পড়ুক আমার কবি জন্মের ইতিবৃত্ত
মাটির বুকে
নদীর বুকে
ভাষার বুকে
ধ্বসের মতো।
বরং
বছরবছর শহীদ বেদীর চাতাল থেকে দোয়াতদানি আছড়ে ভাঙি
বুকের ওপর
প্রাণের মাঝে
চোখের কোণে
ঝমঝমিয়ে।
বরং
লুকোনো সেই সোনার কাঠি ছুঁইয়ে দিয়ে
জাগাই আমার ভেতর ভেতর ঘুমিয়ে কাদা
দুরন্ত সব ইচ্ছেগুলো
ক্ষিদের সাথে
পাল্লা দিয়ে
রাগের মতো।
বরং
নাম ঠিকানা লোপাট হওয়া
জুতোয় সওয়ার ধুলোর মতো
পিষতে থাকি কবির মেলায়,
বুকের ওপর
প্রাণের মাঝে
চোখের কোণে
ঝমঝমিয়ে।
বরং
লুকোনো সেই সোনার কাঠি ছুঁইয়ে দিয়ে
জাগাই আমার ভেতর ভেতর ঘুমিয়ে কাদা
দুরন্ত সব ইচ্ছেগুলো
ক্ষিদের সাথে
পাল্লা দিয়ে
রাগের মতো।
বরং
নাম ঠিকানা লোপাট হওয়া
জুতোয় সওয়ার ধুলোর মতো
পিষতে থাকি কবির মেলায়,
বইয়ের মেলায়
আর
বাংলা ভাষা এসে বেমক্কা ঘোষণা করুক
সৌমিতা , আপনাকে আমার বড়ো প্রয়োজন।
আর
বাংলা ভাষা এসে বেমক্কা ঘোষণা করুক
সৌমিতা , আপনাকে আমার বড়ো প্রয়োজন।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন