আমাদের একুশ
■ মৃণাল কান্তি ভট্টাচার্য্যআমার একুশ তোমার একুশ
একুশে ফেব্রুয়ারি,
বাংলা ভাষার মান বাঁচাতে
রক্ত দিতেও পারি।
মাতৃভাষার দাবি আদায়ে
ভাই-বোন একসাথে,
জাতপাত সব শিকেয় তুলে
নেমেছিল রাজপথে।
দেশ-কালের সীমানা ছাড়িয়ে
বিশ্বজোড়া আওয়াজ,
গর্জে উঠি বাংলা মোদের
সুখ-শান্তি বিরাজ।
বাংলা মোদের শয়নে-স্বপনে
বাংলা চিরন্তন,
মোদের বাংলা বিশ্বজনীন
মা বড় ধন।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন