আভা সরকার মণ্ডল | সন্দেশখালি

sobdermichil.blogspot.com

সন্দেশখালি

■ আভা সরকার মণ্ডল

চোখের জল আর ধুলোর মধ্যে
আপোষ নামা তৈরি হয়ে গেলে
প্রতিবাদ আর প্রতিরোধের রাস্তায়
বাঁশ জমা হতে থাকে ;
নির্যাতিতের ক্ষোভ
আছোলা এবং বেয়ারা হয়ে ওঠে আরও !

সময় মত চোখের জল না মোছালে
আক্রোশ নোনতা করে পরিবেশ --
ফুঁসতে ফুঁসতে উত্তাল হলে সে
ভাসিয়ে নেয় কষ্ট চাপা ধৈর্যের বাঁধ !
সম্মান সহ বেঁচে থাকার সুতীব্র ইচ্ছেয়
রক্তাভ এবং বেপরোয়া হয় দুচোখের দৃষ্টি --

নিরুপায় হয়ে লেজ গুটানো নপুংসক বাঘেদের সামনে ঘনায়
সমুহ বিপদ--
জলার ধারে'ঢোল' আর ডাঙায় বাঘিনীরা ভয়ংকর ভাবে দলবদ্ধ তখন ! 


● একুশের শপথ

একুশের মিছিলে পা --রেখেছি যারাই
একুশের গান ঠোঁটে, নিয়েছি তুলে
রেখেছি বাংলা বুলি বুকের ভেতর
ভাষা শহীদের কথা যাইনি ভুলে ।

স্মরণে তাঁদের নামে দু'চোখেতে ধারা
বর্ণে সাজিয়ে দিই প্রেমাঞ্জলি
দুর্দিন ঘিরে আছে ভাষায় আকাশ
কি করে যে একথাটি তাঁদের বলি ?

ভাইয়েরা কবরে শুয়ে সংশয়হীন
জানেনা বাইরে ঘোরে মুখোশধারী
বাংলাকে ভালোবেসে হয়ে একজোট
সে মুখোশ টেনে যেন ছিঁড়তে পারি ।

দিয়ে গেছে তাঁরা  হাতে -- যে পতাকা তুলে
মর্যাদা তার যেন রাখতে পারি---
যে ভাষার হেতু বলি--  নাড়ি ছেঁড়া ধন
সে ভাষায় কথা যেন বলতে পারি।

বিশ্বের কাছে যেন, তুলে ধ'রে মান
প্রাণের বাংলা ভালো বাসতে পারি ....
প্রাণের বাংলা ভালো বাসতে পারি !!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ