শর্মিষ্ঠা ঘোষ | তো এই হচ্ছে গে ব্যাপার!

 


তো এই হচ্ছে গে ব্যাপার
শর্মিষ্ঠা ঘোষ

কানে তালা লেগে আছে । এত শব্দ একসাথে নানা দিক থেকে। ঘন্টানন্দ টাইপ ব্যাপার। সবাই ক্রুদ্ধ। সঙ্গত কারণে। যুক্তি তক্কো গপ্পো। পক্ষ বিপক্ষ। কেউ কিস্যু শুনছে না। কেবল বলছে। ব্লা ব্লা ব্লা। ফেনা উঠছে মুখে। থু থু ছিটছে। বাপ মা শিক্ষা দীক্ষা কালচার রুচি মনন ইত্যাদি প্রভৃতি নিয়ে টানাটানি চলছে। সিরিয়াস ব্যাপার হবেও বা  । হঠাৎ ঘুম টুম ভেঙে সবাই সিট বেল্ট বেঁধে বসলুম যেনবা। আদতে সব ঠুঁঠো জগন্নাথ লেকচার প্রসব করছি দিস্তা দিস্তা । কোন আদি অনন্ত কাল ধরে। গোপাল সুবোধ বালক। রাখাল দামালের কাল থেকে বা আরো আরো আগে। অনেকটা সোসাল মিডিয়ার কবি লেখকদের মত। বান্ডিল বান্ডিল লেখা প্রসব হচ্ছে। রিচ ১ পার্সেন্ট ও নয় শিক্ষিত জনসংখ্যার। তাই নিয়ে কত কত হালুম হুলুম। পাবলিক এত এত সৎ সাহিত্য পরে সৎ মানুষ হলে এত চিৎকারের কি দরকার ? সে যাক। খু ন তো করে নি। ধ র্ষ ণ ও নয়। ভাষা নিয়ে দোকানদারি ব্যবসা বাণিজ্য হিংসে কাঠি পিঠ চাপরানি পারস্পরিক বোঝাপড়া ইত্যাদি চলছে চলবে। এতে বাগ্দেবী থাকেন। কথার গুঁতো থেকে পালিয়ে গেছে পাবলিক। তারা কম্মে ব্যস্ত।হুজুগে । উৎসবে। ঘটায়। পটায় । ভ্রমণে। পিঠেপুলিতে। বার্বিকিউতে। ভেজ নন্ ভেজ। কোটরে আরাম । কোটর ব্যক্তিগত। কামড় কম।আঁচড় কম। তাইকি ? কে জানে ! তো এই হচ্ছে গে ব্যাপার।








শর্মিষ্ঠা ঘোষ | তো এই হচ্ছে গে ব্যাপার! শর্মিষ্ঠা ঘোষ | তো এই হচ্ছে গে ব্যাপার! Reviewed by শব্দের মিছিল on জানুয়ারি ২৪, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.