আভা সরকার মণ্ডল | বেকসুর খালাস

বেকসুর খালাস

সব আর্তনাদ শব্দের কোলে চ'ড়ে 
বসে না
তারা বিজ্ঞ বুদ্ধিজীবিদের মতোই 
ঘুমের অছিলায়
চোখ বুজে এপাশ-ওপাশ করে 
আজকাল !

বিরূপ সময়ে উজান ঠেলে তীরে 
পৌঁছেও যদি
আবারও ফিরে আসতে হয় সেই 
যন্ত্রণারই উৎসমুখে ---
তবে তার চেয়ে এই ভালো -- কালো 
পা চেটে চেটে
লাল জিভ সাদা করে নেয়া !
রক্তক্ষরণ চলতে থাকলে দুর্গন্ধপ্রিয় 
কিছু ভনভনে মাছি
ঠিক চেটে রেখে যায় তা পেটের খিদেয় !

জ্বালা যন্ত্রণা 'শব্দ' ছুঁলেই, 
বিকট হয় পরিস্থিতি
তা সামাল দিতে মাঠে নামে 
মোমবাতি মিছিল --
তার সামনে গুটিকয়েক স্বেচ্ছাচারী 
পাগল ---পেছনে প্রহসনের ঢল !

ভাবলেশহীন মুখে
নুয়ে পড়া মেরুদণ্ডধারীরা
গলা নিচু করে বসে থাকে যে যার চেয়ারে ---
বাতাসে অনন্ত ফিসফাস !

গোপনে রক্তের দাগ মুছে ফেলে
দালালেরা সাজিয়ে রেখে যায় 
চুলচেরা বিশ্লেষণের দলিল!
স্বগোত্র হওয়ার কারণে
সাবালক না হয়ে ওঠা অন্ধ বিচার
নাবালকের পালে হাওয়া দেয় !

প্রকাশ্যে আরও একবার যেন 
ভারত মায়েরই জননাঙ্গে প্রবেশ 
করানো হয় লোহার রড..
তাঁরই পা দুটি উল্লাসে টেনে ছিঁড়ে ফেলে মাঝপথে ভ'রে দেয়া হয় 
ভাগ্যে নামক পরিহাস ..

'বেকসুর খালাস' শব্দটি থেকে উগলে ওঠে
আমজনতার বাসী মুতের গন্ধ...
ওয়াক থু !



শব্দের মিছিল কবিতা কামদুনি

আভা সরকার মণ্ডল | বেকসুর খালাস আভা সরকার মণ্ডল | বেকসুর খালাস Reviewed by Test on অক্টোবর ০৯, ২০২৩ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.