🇧🇩 রেজাউল করিম রোমেল | তুমি পাশে নেই

তুমি পাশে নেই
রেজাউল করিম রোমেল

আজ শরতের প্রথম দিন।
শারদ প্রভাতে বাংলা মায়ের
রূপ যেন বিস্ময়ের বাঁধ ভেঙ্গেছে।
তুমি পাশে নেই।

প্রকৃতি সেজেছে এক নতুন সাজে।
সকালের ঝলমলে রোদ
দোয়েল কোয়েলের কাকলি-লহরি
কৃষকেরা বনে হৈমন্তী ধানের বীজ।
তুমি এলে না।

শিউলি ও শেফালী ফুলের সুবাস
শীতের আগমনী বার্তা
সাইবেরিয়া থেকে অতিথি
পাখির আগমন।
কিন্তু তুমি পাশে নেই।

তুমি পাশে নেই তাই
সঞ্চালনশীল খন্ড খন্ড মেঘ
আকাশের নিলীমাকে করেছে স্পষ্ট।
নদ-নদী গুলোর শাম্ত স্নিগ্ধ রূপ
বাতাসে ধানের শীষগুলো দুলতে থাকে
তুমি এলে না।

তোমার জন্য ফুটেছে কতো
মালতী টগর জঁই।
বনে বনে ফুটেছে সাদা রঙের কাশফুল।
প্রকৃতির বুকে এসেছে আজ ঋতুরাণী।
শুধু তুমি নেই।

আজ তুমি নেই তাই
আমার অব্যক্ত হৃদয়
শান্ত নিষ্পাপ দুটি চোখ
অপলক দৃষ্টিতে চেয়ে থাকে
তোমার আশায়
তোমারই প্রতিক্ষায়...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ