অভিষেক! এর সংস্কৃত ভাষায় অর্থ "যে দেবতাকে পূজা দেওয়া হয় তাঁর স্নান"।
এই প্রসঙ্গে গতকাল, গণতন্ত্রের সব স্তম্ভকে যে ভাবে তিনি ধুঁয়ে দিলেন অর্থাৎ স্নান করিয়ে পুনঃ প্রতিষ্ঠার অর্থাৎ সেই সব স্তম্ভের করণীয় প্রসঙ্গে দ্যার্থহীন ভাষায় মতামত ব্যক্ত করলেন - সে প্রসঙ্গে কিছু কথা।
আমি অভিষেক ব্যানার্জীর কথা বলছি। এই মুহূর্তে একজন শাসকের দলীয় মুখ্য প্রতিনিধির একজন এবং অবশ্যই বঙ্গের বহুল আলোচ্য এবং অবশ্যই জনপ্রিয় একজন রাজনৈতিক সুচারু নেতৃত্ব। তার জীবন, তার পড়াশোনা, তার উত্থান একটি পরিবারের সর্বাধিক ক্ষমতার সুবিধাপ্রাপ্ত বললে শুধু ভুল নয়, অবজ্ঞা করা হবে তার জীবন তার দর্শন এবং অবশ্যই তার অর্জিত জ্ঞানের প্রতি তাচ্ছিলতা।
ভাবছেন, কি এমন তার দর্শন। কি বা অগাধ জ্ঞান। সামান্য একটি ছেলে, যে কিনা রেডিমেট ক্ষমতার অলিন্দে আজ যুবরাজ। যার অভিষেক এবং দর্পে বঙ্গের অভাবনীয় দুর্নীতি, লুট হাঙ্গামা, হত্যার ... পেটেন্ট প্রাপ্ত বাংলার প্রান্তরজুড়ে পরিবেষ্টিত।
শুধুমাত্র যে প্রসঙ্গে লেখাটির উৎস অভিষেক ব্যানার্জী, সে প্রসঙ্গে তাকে কুর্নিশ তাকে সম্মান।
ভাবছেন কেন কুর্নিশ কেন সম্মান, অভিযুক্ত একজন বিপুল দুর্নীতির পৃষ্ঠপোষককে?
কুর্নিশ এই জন্যই, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ তদন্তকারীদের মিথ্যা অভিযোগ, হয়রানির বিরুদ্ধে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পেরেছেন তাদেরই আঙিনায়। বলতে পেরেছেন এই তারিখ পে তারিখ বন্ধ হোক। প্রকৃত ট্রায়াল শুরু হোক। বিচার হোক। তার জবানবন্দি উন্মুক্ত হোক দরবারে। সিদ্ধান্ত হোক। দোষী সাব্যস্তে তিনি সিদ্ধান্ত মাথা পেতে নেবেন।
তিনি এও প্রকাশ্যে দ্যার্থহীন ভাষায় জানিয়েছেন অনৈতিক কর্মকান্ডে সব অভিযুক্তদের গ্রেপ্তার করা হোক, রাজনীতির উর্দ্ধে। এক্ষেত্রে তার দলের হলেও তিনি সংকোচ করবেন না। শুরু হোক ... নারদা!
আইন, বিচার,মিডিয়া কে যেভাবে অসংখ্য মানুষের বৃত্তে দাঁড়িয়ে গতকাল রাতে প্রকাশ্যে তিনি চ্যালেঞ্জ ছুঁড়েছেন, যে সকল বিষয় উত্থাপন করেছেন আমি ব্যক্তিগত ভাবে সেই সময়, তার প্রাপ্ত বক্তব্য, তার সহিষ্ণুতা, তার ধৈর্য, তার নির্ভয় যুক্তি তার দূরদর্শিতা কে কুর্নিশ জানাই। সম্মান করি।
পরিশেষে, তাঁর বলিষ্ঠ উচ্চারিত বাক্যে সহমত পোষণ করেই বলছি। তদন্তের নামে বিলম্বনা, ডায়ালগবাজ চিরতরে বন্ধ হোক। বন্ধ হোক রাষ্ট্রীয় কোষাগারের বিপুল অর্থের অপচয়।
দ্রুত বিচার হোক। দ্রুত সিদ্ধান্ত হোক। বন্ধ হোক মানুষে মানুষের অত্যাচার।
কেন একজন দিনের পর দিন জেলের কুঠুরিতে বিচারের আশায় ... রাষ্ট্রীয় তামাশায় বদ্ধ থাকবেন। ভাবতে পারেন, সারদায় অভিযুক্ত এখনো জেলে। দশ বছর । তদন্ত চলছে ...। অসংখ্য মানুষের সঞ্চিত অর্থ মর্তের যত ভগবানে।
তিনি এও প্রকাশ্যে দ্যার্থহীন ভাষায় জানিয়েছেন অনৈতিক কর্মকান্ডে সব অভিযুক্তদের গ্রেপ্তার করা হোক, রাজনীতির উর্দ্ধে। এক্ষেত্রে তার দলের হলেও তিনি সংকোচ করবেন না। শুরু হোক ... নারদা!
আইন, বিচার,মিডিয়া কে যেভাবে অসংখ্য মানুষের বৃত্তে দাঁড়িয়ে গতকাল রাতে প্রকাশ্যে তিনি চ্যালেঞ্জ ছুঁড়েছেন, যে সকল বিষয় উত্থাপন করেছেন আমি ব্যক্তিগত ভাবে সেই সময়, তার প্রাপ্ত বক্তব্য, তার সহিষ্ণুতা, তার ধৈর্য, তার নির্ভয় যুক্তি তার দূরদর্শিতা কে কুর্নিশ জানাই। সম্মান করি।
পরিশেষে, তাঁর বলিষ্ঠ উচ্চারিত বাক্যে সহমত পোষণ করেই বলছি। তদন্তের নামে বিলম্বনা, ডায়ালগবাজ চিরতরে বন্ধ হোক। বন্ধ হোক রাষ্ট্রীয় কোষাগারের বিপুল অর্থের অপচয়।
দ্রুত বিচার হোক। দ্রুত সিদ্ধান্ত হোক। বন্ধ হোক মানুষে মানুষের অত্যাচার।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন