চিন্ময় ঘোষ
স্বপ্ন দেখা ভাল, স্বপ্ন ছিল বেশ
স্বপ্ন ধরেই হেঁটে গেছি সমস্তটা কাল
হোঁচট কেন, আদৌ বুঝি এগোতে পারিনি কিছু?
পথেই পথ হারিয়েছি শেষমেষ
সামনে দেখি ভুলভুলাইয়া, স্বপ্নেই নাকাল
দুরধিগম্য, তবুও তাহার ছুটছি পিছু পিছু....
সামনে দেখি ভুলভুলাইয়া, স্বপ্নেই নাকাল
দুরধিগম্য, তবুও তাহার ছুটছি পিছু পিছু....
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন