কমরেড, তোমাকে
না সি র ও য়া দে ন
সামনে ঝুঁকলে ঘোর বিপদ, মৃত্যুও
একদল হায়না আড়ি পেতে আছে,
কাক জোৎস্নার রাত, পথ টলমল
তুমি কি এগিয়ে যাবে, কমরেড?
উদ্দেশ্য যদি কল্যাণকর বা আত্মত্যাগ
আমি পাতা,ফুল, শেকড় হতেও রাজি
আমার আমিকে পরিচয় করিয়ে দিতে
চাই না
সংগ্রাম যুদ্ধে অশ্বথামাও হতে পারি
কমরেড, তোমাকে নিয়েই কত ভাবনা
জানো, একজন কমরেড কীভাবে পচে?
অর্থ ও চরিত্র ধরে রাখা কি সহজ কাজ?
এভাবে মাথা নত কি মানায় ভালো,
ওদের দেখেছি, নারী-মাংস কী সুস্বাদু,
কোটা কি হয়েছে পূরণ?
এসব দেখেই তো প্রোমোশন হয়, জানো?
রাত হলো, ঘুমোতে হবে,কাল সকালে
মিছিল নিয়ে যেতে হবে। ফুল পাতা দিলে
রজনীও সন্ধ্যা হবে ঘুমোনোর আগে।
নারী পুরুষ
না সি র ও য়া দে ন
ইস্রাফিল শিঙগা ফুকেনি বলে আজও আছি
তুমি, আমি সকলেই এই ধরাতলে
জিবরিলের বার্তা এসেছে এখানে
হাতে পানির বালতি, মাথায় আগুনের আঁচ
রাম কাকভেজা ভোরে মাঠে নেমেছে
আদানকাদান মাটি , থলথলে ঘাস
আগুনের দ্যাশে বিষ্টি কোথায়? আধ-খরা
পৌষমাস আসার আগেই সব সর্বনাশ
নারী রমনে ব্যস্ত শুকনো রুটি, দলাইমলাই
পুরুষ পাশাপাশি হাতে হাত রাখে
তবুও দুশো টাকা এবছরের মজুরি,
ইস্রাফিল-কে বলো,শিঙগায় জোরে ফুঃ দিতে ।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন