চিন্ময় ঘোষ | শিকড়ের টান ছিঁড়ে

মাতৃভূমি তাই জন্ম স্বার্থে ভালবাসা
দায়সারা গড়ও সেই পায়ে
সবটাই দূর থেকে, দূরে দূরে, বুড়ি ছোঁয়া খেলা
বাকল খুললে পরে ভেতরের কি সে স্পন্দন
মা'র বুকে, গর্ব না ব‍্যথা, খোঁজ নেই তার।

মাটিও কি টের পায় ক্ষয়িষ্ণু শরীরের ভাষা
ভিতরে ভিতরে বয় ফল্গুর গূঢ় হা-হুতাশ
সাতটা দশক চুঁয়ে বিক্ষত দাগে রক্তক্ষরণ অবিরাম
প্রৌঢ় খাঁচায় পোষে উপেক্ষার চাপা দীর্ঘশ্বাস।

উপ্ত চারারা শিকড়ের টান ছিঁড়ে উড়াল খুঁজেছে
কা'র দোষে, অন্য কোথা অন্য কোনখানে?
মুগ্ধতার অন‍্য আলোয় অন্যতর উচ্চতার টানে।


শব্দের মিছিল


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ