শর্মিষ্ঠা ঘোষ | সৌভাগ্য

অঞ্চল থেকে মানুষ রান্নার গন্ধ আসে | দেশের টেবিলে প্লেট সাজানো হয় | চেয়ারম্যান হাড়ের চেয়ারে বসেন । রমরমিয়ে পাগলা হাওয়া আসে । মানুষ যেন জাটিঙ্গা। ঝালে ঝোলে অম্বলে মুখরোচক। দু একটা ফ্যাতারু হাঁসজারু ক্যাচাল করে। কেন্দ্রীয় অনুশাসন বলেছে ওদের পিঠের ছাল ছাড়িয়ে নিতে । বিগড়ে গেছে যারা চুপ হয়ে যাক । গুপচুপ গুপচুপ। মানুষ পুড়লে ভোটের গন্ধ আসে । পরিবর্তন সাধন করেছেন ভগবান । সৌভাগ্য লিখেছেন নিশ্চিত। আর পেছন ফেরা নেই। পেছনে কেউ ছিল বুঝি ? যারা এসব বলে তারা হারামজাদা । হারামজাদাদের ওপর ইরেজার চালিয়ে দেওয়া হোক। আমরা ভালো লোক । ভালো লোক বুলডোজার চালায় না ।


শর্মিষ্ঠা ঘোষ শব্দের মিছিল


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ