আধার কার্ড নিয়ে সবাইকে সতর্ক করল UIDAI! সকলের ভালোর জন্যই এই নির্দেশ

আধার জালিয়াতির শিকার হলে যাতে দ্রুত পদক্ষেপ করা সম্ভব হয় তার জন্য এক নতুন পরিষেবা নিয়ে এসেছে UIDAI কর্তৃপক্ষ। এর মাধ্যমে সহজেই আপনি জেনে নিতে পারবেন আপনার আধার কার্ড ব্যবহার করে অন্য কেউ কোন‌ও কাজ করেছে কিনা। সে ব্যাঙ্ক থেকে লোন নেওয়া হোক বা মোবাইলের সিম তোলা অথবা আপনার আধার তথ্য ব্যবহার করে কেউ রেশন থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করছে কিনা সেই তথ্য‌ও এই একটি ব্যবস্থার মাধ্যমে খুব সহজেই জানতে পেরে যাবেন।

আপনার আধার কার্ড  কেউ অপব্যবহার করছে কিনা কিভাবে জানবেন? 

(1) সবার প্রথমে  এই লিঙ্কে ক্লিক করুন।

(2) এটা UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট। এর মেনু অপশনে ক্লিক করুন এবার। তারপর যে অপশনগুলি আসবে তার মধ্যে থেকে My Aadhaar অপশনটিতে ক্লিক করুন।

(3) এবার আরও কতগুলো অপশন আসবে। তার মধ্যে থেকে AADHAAR SERVICES -এর আওতাধীন Aadhaar Authentication History অপশনে ক্লিক করুন।

(4) যে পেজটি ওপেন হবে সেখানে আধার নম্বর ও সিকিউরিটি কোড সঠিকভাবে লিখুন। ক্যাপচা কোড দিন। শেষে SEND OTP অপশনে ক্লিক করুন। এবার সঠিক জায়গায় আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP বসিয়ে দিন।

(5) এবার যে পেজ আসবে সেখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার আধার সংক্রান্ত তথ্য দেখতে চাইছেন সেই সময়কাল উল্লেখ করুন। এখানে ডেট কাস্টম করা যায়। এরপর আপনি কতগুলি রেকর্ড দেখতে চাইছেন তা‌ও উল্লেখ করুন। এক্ষেত্রে মাথায় রাখবেন একসঙ্গে ৫০ টির বেশি রেকর্ড দেখা যায় না। এবার আপনার মোবাইলে OTP আসবে সেটা বসান। শেষে VERIFY OTP অপশনে ক্লিক করুন।

(6) এবার আপনার আধার কার্ড ব্যবহার করে যা যা কাজ হয়েছে তার রেকর্ড আপনার সামনে চলে আসবে। ফলে সহজেই দেখে নিতে পারবেন আপনি নিজে ব্যবহার করা ছাড়া আর কোনও ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার হয়েছে কিনা। এরপর চাইলে DOWNLOAD অপশনে ক্লিক করে সমস্ত রেকর্ড ডাউনলোড করে নিতে পারেন।


Aadhar update




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ