শেখ মোমতাজুল করিম শিপলু I শেষের কেনাকাটা

শেখ মোমতাজুল করিম শিপলু  I শেষের কেনাকাটা



শেষের কেনাকাটা 
শেখ মোমতাজুল করিম শিপলু 

নেই ক্লান্তি আজ কারোর মনে 
কেনাকাটার ধুম,
দ্বারে দ্বারে ছুটছে মানুষ 
নেই আঁখিতে ঘুম। 

কেহ কিনছে চশমা ঘড়ি 
চুড়ি গয়না বেশ,
মশলাপাতি সেমাই ক্রয়ে 
ঈদের বাজার শেষ। 

চাকরিজীবী মানুষগুলো 
বেতন শেষে পান,
তাইতো তারা শেষ বেলাতে 
খরিদ করতে যান।

নিম্ন আয়ের মানুষ যারা 
গুনছে শুধুই দিন,
নিজ সন্তানকে বুঝ দিয়ে যায়
আছে মোদের ঋণ।

চাঁদ রাতেতে হুমরি খেয়ে 
করে বাজার ভীড়, 
ঈদের পশরা কেনার পরে 
শান্তি ফিরে নীড়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ