■ অরা
বিশাল অরা তাদের মাথার পেছনে
গমগমে আবহে ভারি ভারি খেতাব আর অদূরে সিংহাসনে উপবিষ্ট দেবী
মাথায় বরাভয় ছাতা বুকে আদুরে ব্যাজ
ওরা কি খায় কি পরে কেমন করে বাতকর্ম পায়ু সংসর্গ
তুমুল আলোচিত পেজ থ্রি লাইম লাইট
বিশাল বিভায় চিৎকৃত ধ্বনি বিলাসে প্রভুর নামগান
জানি টানে জানি পরম উপাদেয় সংসার জঙ্গলে, জানি খানিক ভুলিয়ে রাখে নড়বড়ে সম্পর্ক
খানিক কথামৃতে খানিক চরণামৃতে অমরত্ব বহুদূর জেনেও
সে টানের আছে রহস্যময় হাওয়া তার টানে রহস্যময় যাওয়া
খানিক কথামৃতে খানিক চরণামৃতে অমরত্ব বহুদূর জেনেও
সে টানের আছে রহস্যময় হাওয়া তার টানে রহস্যময় যাওয়া
বেস্ট সেলার জীবনখানির ছটায় কত যে মধু কত যে নিম উচ্ছে এই জীবন ভুলে থাকা কিছুটা সময়
তাকে কি বারণ করা যায় তাকে কি আত্মপ্রবঞ্চনা বলে
তাকে কি ভীষণ সৎ বাক্যে সৎ কর্মে রেখেছে এই মোহ
প্রবল বিরাগ হলে তাকে বোল বোবারা অজাতশত্রু
প্রবল বিরাগ হলে তাকে বোল বোবারা অজাতশত্রু
শর্মিষ্ঠা ঘোষ | অরা
Reviewed by Test
on
ডিসেম্বর ৩১, ২০২২
Rating:
Reviewed by Test
on
ডিসেম্বর ৩১, ২০২২
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন