ভেবেছিলাম আকাশ ছোঁব।
ফাগুন বনের আগুন নিয়ে শ্লোগান দিয়ে পথ কাঁপিয়ে
মাঠ পেরিয়ে বন পেরিয়ে সবুজ পাতার ফাঁকে ফাঁকে
আলোর খেলায় মায়ার মানুষ জেগে উঠবে
সমস্বরে বলে উঠবে,রাজপথটা কেঁপে উঠবে
হাতের মুঠোয় জলভরা মেঘ ঘুরতে ঘুরতে শস্য খেতে মাথা ঠুকবে।
ভেবেছিলাম আকাশ ছোঁব।
চাঁদটা এসে মুখ বাড়িয়ে বলে যাবে আমার হবে
দিনরাত্রির আলো আঁধার লুকোচুরি ঘরের ভেতর খুঁজে
নেবে আরও ঘরের কানাগলি।
ভর যুবতী নদীগুলো নৌকা হয়ে ভেসে যাবে
উষ্ণ মাটির ছোঁয়ায় ছোঁয়ায় উদাস হাওয়ায় দুলবে ফসল
মুখে বুকে হৃদয় ভরা নীল আকাশে।
ভেবেছিলাম আকাশ ছোঁব।
চাষযোগ্য হয়ে উঠবে গহীন শরীর মুক্ত ফসল চিরকালের
ডানায় ডানায় উড়ে উড়ে কুড়িয়ে খাবে ঘুমের সকাল
মিলিয়ে যাবে আলসেমি মেঘ দূর বিদেশে
আমার স্বদেশ আমার বুকে লাল সবুজের পালক হবে
আলোর মশাল মাঠে বনে ফসল ভরা আঙিনাতে
দিনরাত্তির ভুলিয়ে দিয়ে মানুষ হবে।
ভেবেছিলাম আকাশ ছোঁব। ছোঁবই।
বিদঘুটে মেঘ ভেঙেচুরে বৃষ্টি ফোটা হবোই।
সেই বৃষ্টি ভাসিয়ে নেবে নদী লোক লোকালয় ভরা দুপুর
আঁধার কালো কাপড়চোপড় হাড় হাভাতে নেতা কর্মী সবই
ভাতার দোহাই ভাতের দোহাই গ্রাম শহর নগর দোহাই
দোহাই কাদামাটির দোহাই এখন মাতৃভাষার
দোহাই এখন গদির ।
ভেবেছিলাম আকাশ ছোঁব, ছোঁবই।
রক্ত মাংস দেহ মনের ধ্বংস মাখা দুষ্ট কথা কবই
কথাগুলোই খাদ্যদ্রব্য নদী পাখির গান
কথাগুলোই গনতন্ত্রের দিন যাপনের লিপি
গনমানুষের ভালোবাসা সন্মান অসন্মান।
রক্তেভেজা মাটির রসে সংবিধানের বুকের পাঁজর ছুঁয়ে
আমার ভাষা আমার আশার হাজার ফুলের রঙ
ছড়িয়ে গেছে নীলাভ মেঘের দেশে
ভোট ও ভাগের মিছিল শেষে রাজপথটা ঘুমিয়ে পড়ে দুদুখে পায়ে পায়ে রাত্রিনামে মাটির কাছাকাছি
দেশের মালিক জনগণই কালির লেখা স্বর্ণ হয়ে ভাসে
রাজা প্রজা প্রজা রাজা গোলমেলে চাঁদ
সূর্য হয়ে ডুবে উঠে
হাতের মুঠোয় আকাশটাকেই লুটে।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন