অমরেশ বিশ্বাস | সুখে ছিলাম​

শব্দের মিছিল কবিতা poem ছড়া মিছিল

দুঃখে আমার বুক পুড়ে যায় গা জ্বলে যায় রাগে
ভারতের দুর্দশা এমন দেখিনি এর আগে।
দেশের মানুষকেই মারতে পাতছে দেখি ফাঁদ​
বুঝেও বোঝে না দেশ তাদের হচ্ছে যে বরবাদ।

কোষাগারে নেই, জায়গা কারো। রাখবে কোথায় টাকা
নেই কারো ঘর খাবার কাপড় পকেট করে খাঁখাঁ।
না থাক কিছু তবু সবার​ জাতপাতটা আছে
সেই জাতপাত গর্ব আবার দেখছি কারো আছে।

যে বলে ভাই আমরা হলাম সবাই সবার ভাই
এই সময়ে তার চে বড় শত্রু কেউ আর নাই।
লাঠিসোঁটা নিয়ে এখন মারতে তাকে ছোটে
কেউ যদি মোছ রাখে বা কেউ বিয়েয় ঘোড়ায় ওঠে।

আরতি ধ্বনি মন্দিরে শুনি আর আজান মসজিদে​
হচ্ছে কারো তা নিয়ে খুব বড়ই অসুবিধে।
যা কিছু আজ দেখছি তাতে বাড়ছে ব্যথা বুকে
বেশ তো সবাই মিলেমিশে ছিলাম আগে সুখে।

অমরেশ বিশ্বাস | সুখে ছিলাম​ অমরেশ বিশ্বাস | সুখে ছিলাম​ Reviewed by Pd on মে ০৯, ২০২২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.