হরিৎ বন্দ্যোপাধ্যায় | শব্দের হাত ধরে​

মিছিল

✓ শব্দের হাত ধরে​



শব্দের হাত ধরে তুমি অনেক দূর পর্যন্ত হেঁটে যাও​
যে পাতা আমার সামনে খুলে দিয়েছিলে​
আমি তার শব্দ গুনে গুনে আয়ত্তে আনার চেষ্টা করি​
শব্দ আয়ত্তে এলে কি আবহাওয়া বদলে বদলে যায় ?​
দূর প্রান্তরে যাওয়ার আগেই খুলে যায় গলিপথ ?​

তোমার খুলে দেওয়া পাতা তো​
​ ​বৃষ্টি ভোরের জলজ আকাশ
স্বজনের মতো হাতে হাত রেখে পায়ে পায়ে দূরে গেছো
যে যত্নে তুমি খুলে দিয়েছিলে পাতা​
পড়া হয়নি তার কিছুই
শুধু তোমাকে মেপেছি, চারদেওয়ালের অঙ্কে লিখেছি
নদী জল হাওয়া মাটির অবাস্তব সমীকরণ​

তাই তুমি যখন শব্দের গন্ধ গায়ে মেখে
দিগন্তের আকাশযানে ভেসে যাও
আমি তখন শব্দ - স্বজনের ভান করে​
​তোমার আঙুলে আঙুল জড়াই।​

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ