নিশিকান্ত রায়

শব্দের মিছিল

■ ফাগুন

অরণ্যের আলোছায়া মেখে মেখে
হেঁটে যায় হাওয়ার ফাগুন​
নগ্ন পায়ে​
কন্ঠে কন্ঠে ভাঙা স্বরে সূর্যোদয়ের গান।​

চিকন নদীর ঢেউয়ে দিগন্ত ভাসে
ধূসর আকাশ জুড়ে নীল নীল মেঘ
ছুয়ে যায় ঘাসের সবুজ।​
সে সবুজের ফুলে ফুলে শহিদ মিনার ঘেঁষে​
মায়ের আঁচল​
উড়ছে উড়ছে উড়ছে।​

মা দাঁড়িয়ে আছে, মা আদর করছে​
অখন্ড বাংলাদেশ যেন এক শহিদ মিনার​
আমার মায়ের কথা শস্যের দানা হয়ে​
কৃষকের গোলাঘরে।​

আমার মায়ের কথা নগরে বন্দরে দেশে দেশে​
শিরায় শিরায় মাটি ও বৃক্ষ লতায় রক্তের স্রোতে।​
আমার মায়ের কথায়​ নক্ষত্রের ছুটে চলা​
বৃষ্টি ঝড় ও প্রতিহিংসাহীন আলোকের দানা।​

ফাগুনের কাছে আমি পলাশ শিমূল কৃষ্ণচূড়া​
এক মুক্ত পাখির ঠোঁটে খাদ্যের কণা​
ক্ষুধায় তৃষ্ণায় বেঁচে উঠার​ বর্ণময় পথে পথে​
ব্যাকুল সময় একুশে ফেব্রুয়ারি - এক আগুন​
জ্বালানো ঢেউ।​

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ