আভা সরকার মন্ডল

শব্দের মিছিল

■ জীবন


সেদিনের মা ডাকে মলিনতা ছিল না--
এক টুকরো সত্যের কোলে
সাহস তখন আপোষ হীন,
কড়কড়ে প্রতিবাদ,সাজিয়ে দিয়েছে আন্দোলন ।

দুর্বৃত্তের দূষিত দাঁত-নখ উপড়ে
​ দামাল ছেলের বিসর্জিত জীবন,
বিনিময় হয়েছে​
অধিকার​ নামক আত্মরক্ষার সাথে
মিলেছে, মায়ের ভাষায় কথা বলার ছাড়পত্র ।

অমূল্য সেই সম্পদ
রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা ছিলেন
তাদের নাকে তেলের ডোবা
চোখে ঘুমের কালিঝুলি --
ঝকঝকে উন্নাসিকতায় আবৃত​ শরীর ।

তাদের বাড়াবাড়ি রকমের অবহেলায়​
মায়ের পোষাক হয়েছে​ ছিন্নভিন্ন,
মাটিও হয়েছে ক্ষতবিক্ষত।
সুযোগ পেয়ে, রঙিন মিথ্যার দাপট​
কত সত্যকে​ দিয়েছে ছুঁড়ে আস্তাকুড়ে
বেনোজলে ভেসে গেছে বর্ণমালার মাধুর্য ।

--আপোষহীন সাহসের বীজ থেকেই
সবুজ উঁকি দেবে একদিন,
ন্যাড়া উঠোনে গর্জে উঠবে বোধ---
মূল্যায়নের এমন একটি পৃষ্ঠা হাতে নিয়ে
অপেক্ষার সূতো বোনার​
লম্বা একটি নাম হলো--- য...ন্ত্র...না
সংক্ষেপে--- জীবন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ