■ ক্লস্ট্রোফোবিয়া
ভ্রমণ থেকে সরে যাচ্ছে আলো
নির্মাণে কোনো শান্তিফলক নেই
মোড়কের ভয় ছুঁয়ে আছে সাদা বকের ডানা
রাস্তার দুপাশে সংক্রামিত গাছ ও পাখি
ক্লস্ট্রোফোবিয়ায় আক্রান্ত পৃথিবীপিয়ন
নদীর গায়ে মুছে রাখা জনপদ
মৃত চাষ আবাদের দেশ
ক্ষীণদৃষ্টি বাদুড়ের মিছিলে
মিলিয়ে যাচ্ছে হলুদদুপুরের ট্রাম
কালো ধোঁয়ার রাত ক্রমশ
অনাত্মীয় ভোরের ডোরবেল হয়ে যাচ্ছে
মৃত চাষ আবাদের দেশ
ক্ষীণদৃষ্টি বাদুড়ের মিছিলে
মিলিয়ে যাচ্ছে হলুদদুপুরের ট্রাম
কালো ধোঁয়ার রাত ক্রমশ
অনাত্মীয় ভোরের ডোরবেল হয়ে যাচ্ছে
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন