শর্মিষ্ঠা ঘোষ

শব্দের মিছিল

■ তাত্ত্বিক
 

আজকাল বড় তিনি ধন্দে আছেন
বিলক্ষণ কোষ্ঠ কঠিন দ্বন্দ্বে আছেন
তত্ত্ব লোভী তক্কে তক্কে ঢাকছেন ভয়
বুঝি ফের আসল জুজু কি হয় কি হয়
দ্বন্দ্ব তেমন মন্দ তো নয় সময় সময়
তত্ত্ব তালাশ করলে খালাস মগজ ধোয়ায়
জন্মাবধি লালন পালন মিথ্যে মিথে
বড়জোর লোকাল প্রভাব দৃষ্টি বিষে
লঙ্কা পোড়ায় ভূত ভাগে না কঠিন সময়
হাত পা ছোঁড়া কান্নাকাটি লোক জমে যায়
চশমা ছিল কয়েকজনার দূরের দেখার
গুলিয়ে দিল বাইফোকালের চঞ্চু খোঁচা
খেচর মানেই নভশ্চরের বিলাস ভাবা
মানায় বুঝি ! এ তো দেখি পাগলা রাজা
কাপড় চুরি যাদের পেশা পড়তি বাজার
শূন্য থেকে আনছে ম্যাজিক হারামজাদার
তাতে এত প্রতিক্রিয়ার বড়াই কেন
সকলেই নির্বিষ নয় লাগাম কেনো
ঘোড়াদের ঘাড়ের লোমে বাড়ছে উকুন
শকুনে মিল দিলে তায় ক্লিশেই ভাবুন
এইবেলা আসল রোগের বদ্যি ডাক
তানানা ঢ্যাম কুরাকুর নাক কেটেছ


শর্মিষ্ঠা ঘোষ শর্মিষ্ঠা ঘোষ Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.