■ অপেক্ষায় ...
অপেক্ষার পূর্ণচ্ছেদ টেনে দেখা হয়নি আজও ,
একদিন -দুইমাস -কিংবা বছর তিনেক;
রাখাও হয়নি হিসেব কিছু।
শুধু প্রেম খুঁজে ছুটে চলা পিচ্ছিল পথে
ফেলে আসা অতীতের পিছু।
তারায় তারায় কত আলোকবর্ষ ব্যবধান!
মহাকাশের ডাকপিয়ন কষে যায় সমাধান।
সংকোচন -প্রসারণ চলছে অবিরত!
ঝরে যায় সৃষ্টির আদিম আকার ,
নতুন মোড়কে আসে প্রেম; জাগ্রত
চেতনায় আনন্দ অপার।
'সময়' বলে কি কিছু আছে এ জগতে?
মনের অলীক সৃজন - প্রতিচ্ছবি তারই;
ঘুরে যায় ঘড়ি-কাঁটা … মুহূর্তে যা ঘটে -
ঘন্টা -মিনিট -সেকেন্ড বৃত্তে দেয় পাড়ি।
কল্পলোকের অতিথি ছিলাম - হয়তো আজও আছি!
দেখা নেই - ছোঁয়া নেই - স্বপ্নরেখায় সাজি ,
ঘড়িধরা প্রেম - নয় প্রেম - নয় প্রেম
প্রেমের জন্য জীবন গড়ে হারতে আজও রাজি।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন