■ খেলা ভাঙার খেলা
চারিদিকে আসছে ধেয়ে অসংযমের খেলা
খেলার ছলে বাড়ছে ধরায় হিংসাশ্রয়ী মেলা,
অনাচার আর লালসায় পুষ্ট হৃদয়-লতাপাতা
পাপের কালি পূর্ণ করছে চিত্রগুপ্তের খাতা।
সন্দেহের বিষবাষ্প ঢুকছে পাপমুক্ত মনে
পথ হারায় ব্রক্ষ্মচারী হারায় গভীর বনে,
দেহের বয়স মনের বয়স চুপিচুপিই বাড়ে
প্রেমের বয়স ছন্নছাড়া মনের বয়স কাড়ে।
অবশেষে বৃষ্টি পড়ে,বৃষ্টি ভিজে শরীর যাযাবর
দম্ভ আর অহংকারে হৃদয় জমি পুড়ে ছারখার,
এসো সবাই বাউল সুরে ভাসাই প্রেমের ভেলা
ভুবনডাঙার মাঠে খেলি খেলা ভাঙার খেলা।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন