■ আমার মায়ের ভাষা
ভাষা কোনদিন আমাদের ঠোঁট থেকে
নেমেছিল রাজপথে, যাদের হৃদয় জুড়ে
রাতদিন হামা দেয়, আদরে জড়িয়ে ধরে
সেই ভাষা হাতে হাত রাজপথ জাগিয়ে
উদ্দাম হয়েছিল কোন একদিন।
পৃথিবী জানতে পেরেছিল ভাষার শহিদ হয়,
এত প্রিয় ভাষা হয়, বুলেটে পারে না তাকে
দিতে স্তব্ধ করে, শেষ উচ্চারণে
শহিদ কি বলেছিল কেউ বলতে পারে ?
মা, বলে পড়ে যাওয়া শহিদের পাঁজরের খাঁজে
একমুঠো হৃৎপিণ্ড রক্ত উগরে দিতে দিতে
নিশ্চয় বলেছিল তোমরা পারবে,
বলেছিল রেখো সম্মান, আজান বা স্তোত্রপাঠ
রেখো তারপরে। বলেছিল, ভাষার শুদ্ধতা রেখো
আগামী কলমে, শুদ্ধ উচ্চারণে
সাড়া দেবে মা, এ ভুবনে ভাষাই পরমা।
উৎসব নয়, শহিদের রক্তে লাল বাংলা ও তারই,
সাড়া দেবে মা, এ ভুবনে ভাষাই পরমা।
উৎসব নয়, শহিদের রক্তে লাল বাংলা ও তারই,
ভাষার শুদ্ধতা চাই, একুশে ফেব্রুয়ারি।
স্বপন পাল
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০২১
Rating:
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০২১
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন