■ স্বীকারোক্তি
যে পাতায় গন্ধ লেগে আছে শুকনো গোলাপের,
যে রঙে মিশে গেছে মায়াবী গল্পের রং ;
যে সময় চলে গিয়েও বারবার ফেরে মনে,
সে আমি তোর ই আছি, তু্ই মান আর নাই মান।
কাগজে কলমের দাগ আঁকিবুকি কেটে যায়,
এভাবে লুকিয়ে রাখি খোলা খামে তোর নাম,
নৌকো ভেসে গেছে গোধূলি বেলার পরে,
দূর মাঠ থেকে ভেসে আসে বাউলের শেষ গান।
শরীর পুড়ে গেছে শরীরের তাপে,
ঠোঁট ছুয়ে গেছে সাগরের নোনা জল,
মনের উঠোনে তোর হাসি ঝলমলে-
সে আমি তোর ই আছি,
তু্ই মান আর নাই মান।
ঈশিতা সরকার
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০২১
Rating:
Osadharon didi...
উত্তরমুছুন