পরাগ ভট্টাচার্য্য

পরাগ ভট্টাচার্য্য    চেতনাহীন 

        কে রাখে খবর !
        কোন ঘরে রাখা কতো সঞ্জয়
        কতোটা জমানো ব্যাথা,
        আগুনেই পোড়ে শাসন শোষণ
        হাহাকার কতো কথা।

        মুখোশের নেই কোনো প্রয়োজন
        বিবেক তো পুড়ে ছাই,
        কোন প্রতিবাদে প্রতিবাদী মোরা
        তাই আজ ভূলে যাই।

        জানিনা কারণ, নাকি অকারণ
        কার জয়গান গাই,
        টানাপোড়েনের দলাদলি মাঝে
        নিজেকেই ভূলে যাই।।

পরাগ ভট্টাচার্য্য পরাগ ভট্টাচার্য্য Reviewed by Pd on ডিসেম্বর ৩১, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.