-এখন
এই সময়
বেশ করেছ নিঠুর তুমি এই করেছ ভালো
এবার তবে অন্ধকারকে ভাবতে হবে আলো
এবার তবে জানতে হবে সংখ্যা মানেই সব
মিথ্যাচার আর ভয় দেখানোর উল্লাস উৎসব
সংখ্যা মানে আধিপত্য, যুক্তিবিহীন জয়
অশিক্ষিতের অহংকারে ক্ষয়িষ্ণু প্রত্যয়
দুষ্টজনের মিষ্টি কথায় আশংকাতে রই
যে পরিচয় সবাই জানে আমি সে জন নই
কার কাছে কি চাইবো বলো যে জানে সেই জানে,
ছাই দেখে তাই বুঝতে হবে সব আগুনের মানে।
বেশ করেছ নিঠুর তবে এই করেছ ভালো
বুঝিয়ে দিলে লড়াই করেই জ্বালতে হবে আলো
এই সময়
বেশ করেছ নিঠুর তুমি এই করেছ ভালো
এবার তবে অন্ধকারকে ভাবতে হবে আলো
এবার তবে জানতে হবে সংখ্যা মানেই সব
মিথ্যাচার আর ভয় দেখানোর উল্লাস উৎসব
সংখ্যা মানে আধিপত্য, যুক্তিবিহীন জয়
অশিক্ষিতের অহংকারে ক্ষয়িষ্ণু প্রত্যয়
দুষ্টজনের মিষ্টি কথায় আশংকাতে রই
যে পরিচয় সবাই জানে আমি সে জন নই
কার কাছে কি চাইবো বলো যে জানে সেই জানে,
ছাই দেখে তাই বুঝতে হবে সব আগুনের মানে।
বেশ করেছ নিঠুর তবে এই করেছ ভালো
বুঝিয়ে দিলে লড়াই করেই জ্বালতে হবে আলো
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন