দুর্বোধ্য কবিতা
গাছে ফুল ফোটেনি
গাছটির পাতার রং খয়েরী
রোদের দিকে মাথা তুলে দাঁড়ালে তার ছায়ায়
সব অতিবেগুনি অন্ধকার!
গাছটি অন্ধকারে বৃদ্ধের মতো দাঁড়িয়ে আছে..
বাকলে বাকলে হেরে যাওয়া যুদ্ধের অজস্র ভঙ্গিল পাহাড়
দীর্ঘ জিজ্ঞাসায় কবি কলম ডুবিয়ে আছে দোয়াতে
আর গাছটির পাতায় পাতায় জমে উঠছে এক একটি কান্না;
যেন খাতার উপর বিস্তৃত কোন এক রক্তাক্ত তৃণভূমি!
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন