স্বর্ণালী ঘোষ

স্বর্ণালী ঘোষ
হিংসা নয় 
শান্তি চাই   

ধর্ম নিয়ে রঙ্গ কর
ধর্মপালের দল।
গড়ার নামে  ভাঙছ যে দেশ,
জ্বালিয়ে দাবানল।

"সুবিন্যস্ত নগর"আগে
পরে "নাগরিকতা।"
খাদ্য বস্ত্র বাসস্থানের
আগে মেটাও শূন্যতা।

তারপর না হয় গুণবে মাথা
মাপবে অধিকার।
ভেদনীতির শক্তি?
নাকি, বল একতার!

জাত নয়, ধর্ম নয়,
পোশাকাশাক,ভাষাও নয় -
চাই বেঁচে থাকার শর্ত।
মাথায় ছাদ, পেটে ভাত,
চাই সঠিক শিক্ষার আবর্ত।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ