সিলভিয়া ঘোষ

সিলভিয়া  ঘোষ
সময় এই সময়

আমার জ্বলন্ত চিতা  কিম্বা কবরে,
ছড়িয়ে দিয়েছি  আমার  নাগরিকত্ব
যাতে লেগেছিল রক্তের দাগ !

যে নাগরিকদের হাতের একটি ছোঁয়ায়
তুমি উড়ে গেছো দেশ থেকে দেশান্তরে 
পান করেছ নাগরিক রক্ত!

অথচ  আজ হিসেব কষতে বসেছ
আসল নকল নাগরিক পরিচয়পত্র
দ্বিচারিতায় ভরা তোমার  রামরাজত্ব!

মন্দির মসজিদ বিভেদে  ভেঙে দিচ্ছ
দেশ কাল পাত্র ,  দলিত জাতের কাছে পৌঁছে
দিচ্ছ কুসংস্কার আর অন্ধকার! 

জনপাঁকের ভিতরে গড়ে ওঠা পদ্মাসনে
তুমি যে স্থিত হয়েছে, তার আসন আজ
হীরক রাজার মতো টলমল করছে!

যে যৌবনের রক্ত লাগিয়ে রাখলে বেয়নেটে
তাতে ঢেকে যাবে কি দুর্নীতি অবিচারে? 


সিলভিয়া ঘোষ সিলভিয়া  ঘোষ Reviewed by Pd on ডিসেম্বর ৩১, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.