তাপসী লাহা


সাম্পান

জলের মধ্যে স্থল
আর স্থল ঘিরে জল।
কিছু ব্যাপ্তি, কিছু বিন্দু
মিলিত জন্ম সাধের খোঁয়াড়ঘরে।

নিশ্চিন্ত ঝিঁঝিঁডাকে অবৈধ সঙ্গমগুলো ছিড়ে যায়।
পাখনারাও  জোয়াল  হতে পারে,
আমিও বুঝিনি কোথায় হারানো যায় পিঠ ঠেকে গেলে।

ভেরী থেকে প্রশান্তিরা ছড়িয়ে আছে,
অবাধ্য জলরাশি খোলা আকাশ থেকে খুচরো ঝিলিক মেখে,
আলো আধারি মন্থনে।

কতটা   ঠিক কতোটা  নীলচে বিষে
উষ্ণতা হারিয়ে ভোরের ফুল থেকে ছিনিয়ে নাও
ওর বাঁচার অধিকার।
মর্মে ফোটেনি কুসুমিত লয়
ডুকরে ডুকরে  হিংসারা ঝড় তোলে।
একটা দ্বীপ গড়ে ওঠে প্রতিকূল  জলজঙ্গমে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ