কোয়েলী ঘোষ

দ্বেষ 


বার বার ফিরে যাওয়া যায় নীলে
নীল বিষে আহত রক্তাক্ত হৃদয়ে ,
নীল মানে একটা খোলা মুক্ত আকাশ
অবারিত সীমানা ছাড়িয়ে ডাক --
তবুও দ্বেষ -বিদ্বেষ , মূক যন্ত্রণা ।


হৃদয়ে কোন দ্বেষ নেই বা বিদ্বেষ
আছে সরলরেখায় টানা এক দেশ ।
বুকের ভিতর আজন্ম লালিত ভালোবাসা ,
রঙে রঙে রঙিন হয়ে ফুটে ওঠে ।
দেশ কেঁপে ওঠে আতঙ্কে ,সন্ত্রাসে ।


নরম রোদের মত আলোর মত
সেই অমৃত গান নিয়ে এসো তুমি ,
একটানা বেহালার করুণ সুরে
ক্লান্ত হয়েছে পৃথিবীর প্রান ,মলিন ম্লান ,
দ্বেষ - বিদ্বেষ মুছে জাগরণী গান ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ