শুভজিৎ বোস

  শুভজিৎ বোস
ভয়-ঘর

দ্বেষের রক্তকল্লোলে ভেসে ওঠে শোক
ভেসে ওঠে জীবনের গন্ধমাখা চুয়াল্লিশেরবসন্তযাপন।
আমি ভয়ে মরি ! এ ভয়ের হিংসাগর্ভে জন্ম নেয় উৎপীড়নের শ্লোক !
হিসেবের ভয়ঘরে যন্ত্রণা মোছে সমাজকোষ।হিংসাভোলানো দ্বেষ আমায় ক্লান্ত করে,
রক্তশিরার মজ্জা শুকিয়ে মরে অবাধ্য প্রেম !
সিঁদূরে ললাট ধুয়ে যায় রক্ত বিসর্জনে।
নমঃব্রহ্মা,নমঃবিষ্ণু,নমঃমহেশ্বরের মন্ত্র পোড়ে বারুদ বিস্ফোরণে,
ধনী-গরীবের আকাঙ্খা খুনে মাতোয়ারা হয় জীবন-যৌবন,
রক্তসিঁড়ির দ্বেষ-প্রস্তাবে মৃত্যু হয় ইহলোকের।
পিশাচ মৃতস্বপ্নের ফেরিওয়ালা হয়ে মৃত্যু বিক্রি করে হিংসাবাজারে,
জীবনের শেষ প্রস্তাবে আমি আবার জেগে উঠি !
দেখি জীবন-জলের অকালে রক্ত পান করছে অর্ধ-মানব,
আমি ভীত হয়ে ঈশ্বর সেবায় মাতি।
   
               

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ