না,আর কোন কুয়াশা পড়ে নেই
সব স্পষ্ট সাদা টান টান
আমাদের ওঠা বসা এবং
যাবতীয় ক্রিয়া অনুষঙ্গগুলির
আর কোন নিয়ন্ত্রণঘর নেই
আর কোনো আড়ালও নেই
স্টিফেন হকিংয়ের 'ব্রিফ আনসারস
টু দ্য বিগ কোয়েশ্চেনস' এর
উত্তরের মত
সহজ টান টান নির্মেদ
যা দিয়ে ঢেকে ফেলা যায়
গতরাতের অসংযমী চাদরের ভাঁজ
টান টান সোজা স্পষ্ট নির্মেদ
অনেকটা বিয়াল্লিশের ঝলমলে এ্যাপার্টমেন্ট
স্পর্ধা যেখানে আকাশ ছুঁয়ে ফ্যালে
আর বিশ্বাস গাঢ় হয় 'ঈশ্বর থাকলেও
তাঁর কোন স্বাধীনতা নেই'
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন