দেবজিৎ দে


উপার্জন 

এক মুঠো নুন-লঙ্কা , গেঁয় যোগীর ভিখ
তাতেই সরোগল , চেনে চর্তুরদিক !

গাজন পরব চলছে এখন , ঘরে উপবাস
খর-বিচুলি মেঝেয় পাতা , ভরা ঋতুর মাস
দুই তরফে কঠিন ব্রত , বিধি নিষেধ ঠোঁটে
সন্নাসেতে ভিক্ষা পেলে রাধার অন্ন জোটে !

সেই জোটাতে ধানের শীষ , মাথা গুঁজে রাখা
উত্তাপেতে ঝরাই ফ্যান , ভাতের গন্ধ মাখা ।
দেবজিৎ দে দেবজিৎ দে Reviewed by Pd on এপ্রিল ১৫, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.