সিলভিয়া ঘোষ

সিলভিয়া ঘোষ
কৃষ্ণ গহ্বর

সীমার মাঝে অসীমের হাতছানি
নিত্য অনিত্যের দ্বন্দ্ব সেখানেই জানি
তবুও সকল আমিত্বের মোহ কাটিয়ে
ওজঃ খণ্ডের মায়া থেকে মুক্ত হতেই হবে
একদিন সকলেরে

*
মরণ তুই যে আমার মাধব তোর  কাছেই
যাব  একলা আমি  অভিসারিকা রাধিকার বেশে
সেদিন  আমায় আলিঙ্গন  করিস
পরম ভালোবেসে

*
'মৃত্যুই সত্য'  এই চির জাগরূক
বাণীকে স্বাগত জানিয়েছি
পঞ্চভূতে  বিলীন নিঃস্পন্দিত
দেহে অগুরু চন্দন শোভে  গমন  করি  চল  আজ কৃষ্ণ গহ্বর পরলোকে

*
আদি থেকে অন্তে
মহাকালের ডঙ্কা বাজে  অনন্তকাল
যেখানে, তিমিরঘন উৎস স্থল
সেখান  থেকে বিচ্ছুরিত অরুণিমের সন্ধানে
অবিনশ্বর আত্মার পরিভ্রমণ ঘটে

*
হিংসা, দ্বেষ, ক্লেদ, স্বার্থপরতার চিহ্ন যেখানে
পায় না ঠাঁই সেই নন্দনকানে
সুখ বিলাসে গা ভাসিয়ে থাকা অমরাবতীর তীরে
শুনেছি সর্বদা না কি সদানন্দের মেলা বসে

*
গভীর চুম্বনে  আপন করে নে এবারে
আমি নিঃস্ব আজ, রিক্ত বাহু বাড়িয়ে
রয়েছি তোর দিকে ,সকল তাপ ঘুচিয়ে
নিশ্চল শান্ত করে দে, মরণ রে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ