সিলভিয়া ঘোষ

সিলভিয়া ঘোষ
কৃষ্ণ গহ্বর

সীমার মাঝে অসীমের হাতছানি
নিত্য অনিত্যের দ্বন্দ্ব সেখানেই জানি
তবুও সকল আমিত্বের মোহ কাটিয়ে
ওজঃ খণ্ডের মায়া থেকে মুক্ত হতেই হবে
একদিন সকলেরে

*
মরণ তুই যে আমার মাধব তোর  কাছেই
যাব  একলা আমি  অভিসারিকা রাধিকার বেশে
সেদিন  আমায় আলিঙ্গন  করিস
পরম ভালোবেসে

*
'মৃত্যুই সত্য'  এই চির জাগরূক
বাণীকে স্বাগত জানিয়েছি
পঞ্চভূতে  বিলীন নিঃস্পন্দিত
দেহে অগুরু চন্দন শোভে  গমন  করি  চল  আজ কৃষ্ণ গহ্বর পরলোকে

*
আদি থেকে অন্তে
মহাকালের ডঙ্কা বাজে  অনন্তকাল
যেখানে, তিমিরঘন উৎস স্থল
সেখান  থেকে বিচ্ছুরিত অরুণিমের সন্ধানে
অবিনশ্বর আত্মার পরিভ্রমণ ঘটে

*
হিংসা, দ্বেষ, ক্লেদ, স্বার্থপরতার চিহ্ন যেখানে
পায় না ঠাঁই সেই নন্দনকানে
সুখ বিলাসে গা ভাসিয়ে থাকা অমরাবতীর তীরে
শুনেছি সর্বদা না কি সদানন্দের মেলা বসে

*
গভীর চুম্বনে  আপন করে নে এবারে
আমি নিঃস্ব আজ, রিক্ত বাহু বাড়িয়ে
রয়েছি তোর দিকে ,সকল তাপ ঘুচিয়ে
নিশ্চল শান্ত করে দে, মরণ রে

সিলভিয়া ঘোষ সিলভিয়া ঘোষ Reviewed by Pd on এপ্রিল ১৫, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.