অতনু জানা

অতনু জানা
শাসন তন্ত্র

আমি ও তো দেখেছি তোমার
রক্তিম চক্ষু,শাসনের উল্লাস,
শপথের বেড়া জাল ভেঙ্গে-
উৎখাত করেছো ভিটেমাটি।

নিছক পালা বদলের হিংস্রতায়
বুকে লেগেছে আজ আগুনের ছ্যাকা,
সরেজমি-নে তদন্ত করে দেখো-
তোমারও আঙ্গুলে ট্রিগারের কড়া।

নাগরিক অধিকার ঝল়্সে পুড়িয়ে
মহোৎসব, নেহাত এই প্রথমবার নয়!
বরং যুগে যুগে শাসকের আস্ফালন
যেন পাশবিকতার উৎশৃংখল উল্লাস।


অতনু জানা অতনু জানা Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.