অতনু জানা

অতনু জানা
শাসন তন্ত্র

আমি ও তো দেখেছি তোমার
রক্তিম চক্ষু,শাসনের উল্লাস,
শপথের বেড়া জাল ভেঙ্গে-
উৎখাত করেছো ভিটেমাটি।

নিছক পালা বদলের হিংস্রতায়
বুকে লেগেছে আজ আগুনের ছ্যাকা,
সরেজমি-নে তদন্ত করে দেখো-
তোমারও আঙ্গুলে ট্রিগারের কড়া।

নাগরিক অধিকার ঝল়্সে পুড়িয়ে
মহোৎসব, নেহাত এই প্রথমবার নয়!
বরং যুগে যুগে শাসকের আস্ফালন
যেন পাশবিকতার উৎশৃংখল উল্লাস।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ