শুভাশিস দাশ

শুভাশিস দাশ
কেমন  প্রজাতন্ত্র ?

প্রজারা সব কেমন আছে
স্বাধীন আমার দেশে
খোঁজটি নিতে গাঁয়ের মাঝে
মিললো খবর শেষে !

অনাহারে মরছে মানুষ
বন্ধ চায়ের বাগান
তবু নেতা মঞ্চে যে দেন
মিথ্যে ভরা শ্লোগান !

শিক্ষা গেছে রসাতলে
একটি দিকে আঁধার
কে সরাবে এ -দুর্দিনে
দুর্নীতিটার পাহাড় ?



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ