স্বপ্ননীল রুদ্র

 স্বপ্ননীল রুদ্র
ঝাঁকা মাথায় বাড়িটি 

দীর্ঘদিন কোমায় রয়েছে তোমাদের পাশের বাড়িটি
বুজে থাকা চোখের কারনে আশকারা পেয়েছে ঝোপ-ঝাড়,
অকৃতদার প্রাণেশ ঘোষ সেই কবে ফাঁসির দড়িটি
পরামাত্রই গাছ-গাছালি শুরু করেছিল সমাহার

দফায় দফায় বাড়ে ঘাস, বেয়াড়া আগাছা বুনোলতা
দেওয়াল থেকে সাপের মতো চেরাজিভ নেড়ে অগ্রসর,
গ্রিল ঠেলে বারান্দায় নেমে ধীরে শিকার সন্ধানরতা-
দখল করে ফেলে ভেতরে চুপ করে থাকা একলা ঘর

সকাল বিকেল পাখিদের আনাগোনা বেড়েছে আজকাল
নুয়ে পড়া লাল হৃদয়ের পেয়ারার ডালে পিকনিক,
তলায় গজানো ঘন চারা মাড়িয়ে রাতে ভামের পাল
গাছের দখল নিয়ে মাতে জোড়ায় জোড়ায় নানাদিক

ছেদন-ভয়ে ছাদে কার্নিশে উঠে এসেছে অশ্বত্থ বট
বাড়িটি যেন ঝাঁকা মাথায় সবুজ বাড়াচ্ছে পটাপট...


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ