রত্নদীপা
এই যেমন দীপাবলির বরাত পেয়ে খুশী ময়ূরপেখমের গেহ । বর্ষাগৃহের গ্রহ ... এই ভূগোলের নাভি থেকে মহাশূন্যের বোল । এই যে গাছ জুড়ে অগাছার প্রাণীবিজ্ঞান । মরু ডমরুর যৌথ ইতিহাস । দীর্ঘরক্তের আমিষ আকাশ । নিরামিষ মেঘ ফেরি করে ক্লান্ত এই ব্রহ্মাণ্ডের প্রথম আকন্দ ...
এই যে এক ফোঁটা ঘর । বাড়ি জানালা যমুনামায়ের দু'ফোঁটা বালক । এই তো নিরীহ বালিকা দরজা । ভোর হয়ে এলো দুগগাপুজার হুল্লোড় ... .. ঠিক এইখানেই তোমার বাড়ি ... এখানে ঘুম ডাকো তুমি । জাগো প্রাণায়াম থেকে । তারাদের উচ্চারণে কথা বলো ... এখানেই নদীটির সিঁথি । সিঁদুরখেলা ।
পলাশের ভাষায় চুমু খাও । এইখানেই তুমি নিয়ম করে প্রেম সাধো ।
এইটি রত্নদীপার আঁকা ... পৃথিবী রঙের ত্রিতাল কবিতা ...
এই যেমন দীপাবলির বরাত পেয়ে খুশী ময়ূরপেখমের গেহ । বর্ষাগৃহের গ্রহ ... এই ভূগোলের নাভি থেকে মহাশূন্যের বোল । এই যে গাছ জুড়ে অগাছার প্রাণীবিজ্ঞান । মরু ডমরুর যৌথ ইতিহাস । দীর্ঘরক্তের আমিষ আকাশ । নিরামিষ মেঘ ফেরি করে ক্লান্ত এই ব্রহ্মাণ্ডের প্রথম আকন্দ ...
এই যে এক ফোঁটা ঘর । বাড়ি জানালা যমুনামায়ের দু'ফোঁটা বালক । এই তো নিরীহ বালিকা দরজা । ভোর হয়ে এলো দুগগাপুজার হুল্লোড় ... .. ঠিক এইখানেই তোমার বাড়ি ... এখানে ঘুম ডাকো তুমি । জাগো প্রাণায়াম থেকে । তারাদের উচ্চারণে কথা বলো ... এখানেই নদীটির সিঁথি । সিঁদুরখেলা ।
পলাশের ভাষায় চুমু খাও । এইখানেই তুমি নিয়ম করে প্রেম সাধো ।
এইটি রত্নদীপার আঁকা ... পৃথিবী রঙের ত্রিতাল কবিতা ...
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন